শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ২৮ এপ্রিল ২০২৫ ১৬ : ২৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রবিবার দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে চলতি আইপিএলে দুর্দান্ত ফর্ম বজায় রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রান তাড়া করতে গিয়ে দলের অধিনায়ক বিরাট কোহলি এবারের আইপিএলে ষষ্ঠ অর্ধশতরান করেন। অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে বড় ভূমিকা রাখে কোহলির ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গ দেন ক্রুণাল।
তবে আরসিবির জয়ে কোহলি, ক্রুনালকে বাদ দিয়ে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর টিমটির বোলিং আক্রমণের প্রশংসা করেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন, 'আরসিবির সাতটি জয়ের মধ্যে চারটি এসেছে রান তাড়া করে। সেখানে লক্ষ্য ছিল ১৭৪, ১৭৫, ১৫৭ এবং ১৬২। এই মরশুমে তাদের বোলাররাই আসল পার্থক্য গড়ে দিয়েছে। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আরসিবির ক্রুণাল পান্ডিয়া ম্যাচের সেরা নির্বাচিত হন।
বল হাতে চমৎকার পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও তিনি অপরাজিত ৭৩ রান (৪৭ বলে) করে দলকে ৯ বল হাতে রেখেই জয় এনে দেন তিনি। আরসিবির পেসার ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউড রাজস্থান রয়্যালসের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেছিলেন।
রাজস্থান ম্যাচে হ্যাজলউড ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। রবিবারের জয়ের পর আইপিএল ২০২৫ লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত ১০টি ম্যাচের মধ্যে ৭টিতে জয় পেয়েছেন কোহলিরা। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, তাদের তিনটি পরাজয়ই এসেছে নিজেদের হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামে।
নানান খবর

নানান খবর

আইপিএল জিততে হলে কী করতে হবে কোহলিদের? বাতলে দিলেন প্রাক্তন তারকা

এই অবস্থায় ইংল্যান্ডে গেলে নিজেও ডুববে, ভারতকে ডোবাবে, তারকা বোলারের ফর্ম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আকাশ চোপড়া

আইপিএলের নিলামে ২০ লক্ষ! স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন কোহলি

'এত কোহলির কাছেও নেই', মজার ছলে সূর্যবংশীকে ট্রোল সতীর্থের

প্লে-অফ নিশ্চিত করার ম্যাচে আরসিবির শঙ্কা বৃষ্টি, পয়েন্টের স্বপ্নে জল ঢালতে পারে আবহাওয়া

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের